বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, হিন্দু মুসিলমসহ অন্যান্য ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে।
আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্যতার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে ধর্মীয় শান্তিসম্প্রতি বিনষ্ঠ হবে না।
তাই আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় এনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ফরিদপুর ১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সহসভাপতি ডা. দিলীপ কুমার রায়। মঙ্গলবার (৪ অক্টোবর) মহানবমীর দিন বিকেল থেকে মোটরসাইকেল ও গাড়ির বহর নিে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপ গুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দির, উপজেলার সহস্রাইল বাজার দুর্গা মন্দির, চতুল কীর্তনিয়াপাড়া দুর্গা মন্দির, আধারকোঠা রক্ষাচণ্ডী মন্দির, আলফাডাঙ্গা কেদ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, দামুদর আশ্রম, মধুখালী বাজার বারোয়ারী দুর্গামন্দির, কামারখালী দুর্গামন্ডিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সমাজসেবক বাবলু রায়, আলফাডাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এসএম মিজানুর রহমান, মধুখালী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, আ’লীগ নেতা নজরুল শরীফ, ডা. সঞ্জীব কুমার দাস, ডা. মোহম্মদ আবুল বাশার, ডা. অর্জুন দাস, ডা. পলাশ প্রমাণিক, ডা. লিটন বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা সুবাস বিশ্বাস, ছাত্রলীগ নেতা বিশাল রায়সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।