ঝিনাইদাহ শৈলকুপা কৃষি অফিস গত ৩-১০-২০২২ মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের টানা চারবারের মাননীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল হাই এম. পি.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এম. আব্দুল হাকিম আহমেদ ও সুযোগ্য শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুন্নবী মহোদয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নব্য যোগদানকৃত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।
কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবুল হাসনাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুজ্জামান খান।
১৭০ জন মাসকলাই এবং ৩৭৫ জন কৃষক গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য কৃষি উপকরণ গ্রহণ করেন।
|
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111