আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ১২:৪১ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৪, ২০২২, ২:০০ পি.এম
ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায়,(৪ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেম এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূরুল হুদা, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাসিন সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী,
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থী সাম্মি আক্তার প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ ও ছোট কন্যাশিশুরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha