কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি আলামিন হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে র্যাব-১২-এর কুষ্টিয়া কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান বাহিনীটির কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
গ্রেপ্তারকৃত আলামিন কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকার মুক্তার হোসেনের ছেলে।
কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, কুমারখালীর এক স্কুলছাত্রীর সঙ্গে আলাউদ্দিন নগর গ্রামের যুবক আলামিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
চলতি বছরের ৬ মার্চ রাতে আলামিন ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে আনেন। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন আলামিনের দুই বন্ধু ইমন ও রাকিব। পরে তারা তিনজন মিলে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন। সেসময় ধর্ষণ ঘটনাটি ইমন তার মোবাইলে ভিডিও করে রাখেন।
তিনি আরও জানান, ভুক্তভোগী স্কুলছাত্রী বিষয়টি তার দাদিকে জানায়। গত ২২ সেপ্টেম্বর ভুক্তভোগীর দাদি কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (১) (২) ধারায় মামলা করেন। মামলা নম্বর-৩৮।
রোববার (২ অক্টোবর) দিবাগত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় গাজীপুর থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha