আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৩৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৩, ২০২২, ১:২৬ পি.এম
শারদীয় দুর্গাপূজা চলছে মহা অষ্টমীর পূজা মন্দিরে মন্দিরে ভক্তবৃন্দের ভীড়

শারদীয় দূর্গা পূজা দ্বিতীয় দিন আজ মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার সকাল থেকে এ উপলক্ষে মন্দির গুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এ ব্যাপারে ঝিলটুলি সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে পুরোহিত সুজন অধিকারী জানান, সকাল থেকেই পূজা অনুষ্ঠিত হচ্ছে এ উপলক্ষে দুর্গা দেবীর মহাস্নান মহাস্নান, আরাধনা,, অঞ্জলী প্রদান, মহাপ্রসাদ বিতরণ , ইত্যাদি অনুষ্ঠিত হবে। এছাড়া রাতে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে।
বেলা দশটা থেকে বারোটার ভিতর অনেক ভক্তবৃন্দ অঞ্জলি প্রদান করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত বিভিন্ন মন্দিরে অষ্টমীর কার্যক্রম ছিল।
এদিকে অষ্টমী পূজা উপলক্ষে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha