আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৩, ২০২২, ১১:৩৫ এ.এম
মৌলভীবাজারের রাজনগরে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ

মৌলভীবাজারের রাজনগরে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রবিবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের পঞ্চেশ্বর সার্বজনিন দেব মন্দিরের পাশের রাস্তায় ইয়াবা বিক্রি করতে গেলে তাকে আটক করা হয়
আটক মাদক কারবারীর নাম রুবেল মিয়া (৩০)। সে শ্রীমঙ্গল থানার নতুন বাজার এলাকার জমসেদ মিয়ার ছেলে।
রাজনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়ের নির্দেশে ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথের নেতৃত্বে এসআই মো. নুর উদ্দীন সহ একদল পুলিশ রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালান। রাত সাড়ে ১০ টার দিকে পঞ্চেশ্বর সার্বজনীন দেব মন্দিরের পাশে এক মাদক বিক্রেতা ইয়াবাসহ অবস্থান করছে খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক সেখানে যায়। এসময় রুবেল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে তল্লাশি করলে তার দেহের বিভিন্ন স্থানে লুকানো ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা
রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রুবেল মিয়াকে আটক করে তল্লাশি চালালে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha