আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ২:৪১ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২৯, ২০২১, ৭:৫০ পি.এম
শেষ মুহুর্তে নিজ প্রার্থী নিয়ে সরে দাঁড়ালেন নড়াইল-০১ আসনের এমপি মুক্তি
“নিজের সন্তানকে বলি দিলেন প্রধানম্ত্রী শেখ হাসিনার নির্দেশে” সংবাদ সম্মেলনে এমন কথা বলে কালিয়া পৌরসভা নির্বাচনে নিজ প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানাের কথা বললেন নড়াইল-০১ আসনের সংসদ সদস্য কবীরুল হক মুক্তি।
শুক্রবার (২৯জানুয়ারী) বেলা ১২ টায় কালিয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়ােজন করা হয়। এসময় কালিয়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানাের ঘোষণা দেন আ.লীগের বিদ্রােহী প্রার্থী ও বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে কালিয়া উপজেলার সাবেক মেয়র একরামুল হক টুকু, বি এম এমদাদুল হক টুলু, উপজেলার ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ সহ স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ।
আগামী ৩০ জানুয়ারি কালিয়া পৌরসভা নির্বাচনের ভােটগ্রহণ হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাে. ওয়াহিদুজ্জামান হীরা। আওয়ামী লীগের বিদ্রােহী প্রার্থী ছিলেন বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান।
এ ছাড়া বিএনপি থেকে মনােনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি এস এম ওয়াহিদুজ্জামান।
[caption id="attachment_2590" align="alignnone" width="1000"] প্রেস বিজ্ঞপ্তি পাঠ করছেন ফকির মুশফিকুর রহমান।[/caption]
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha