পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা (Resilience of older persons in a changing world) এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার ১ অক্টোবর ১১ টার সময় জেলা প্রশাসক মাগুরার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ ও স্থানীয় এনজিও সমূহ মাগুরা এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মাগুরা মোঃ আশাদুল ইসলাম।
প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মাগুরা মোঃ জাহিদুল আলম, মাগুরা জেলার ইতিহাসবিদ ডাঃ কাজী তাসুকুজ্জামান, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম টগর, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব নূরে এলাহি, সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী, সদস্য সাবেক প্রিন্সিপাল মাগুরা সরকারি কলেজ এম আর খান, বঙ্গবন্ধু সৈনিক লীগের মাগুরা পৌর কমিটির আহবায়ক মোঃ ইউসুফ খান, কাপাসহাটি বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা সভাপতি মোহাম্মদ আলী, দৃষ্টি প্রতিবন্ধী তরঙ্গ সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, কার্যকারী সদস্য আব্দুল মালেক।
এছাড়াও অবসর হেলথ এন্ড ফ্যামেলী প্লানিং আবু মোহাম্মদ ফিরোজ, দুঃস্থ নারী ও শিশু উন্নয়ন সংস্থা সাজিয়াড়া সভাপতি ফাতেমা খাতুন, প্রগতি নারী কল্যাণ সংস্থা শিবরামপুর সভাপতি আনোয়ারা বেগম, সদস্য জান্নাতুল ফেরদৌস উর্মি, জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, গঙ্গা কপোতক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও প্রবীণ হিতৈষী সংঘের মহিলা বিষয়ক সম্পাদক শাহানা ফেরদৌস, অতিথি বহরপুর ডিগ্রী কলেজ রাজবাড়ী সহকারী অধ্যাপক লোপা নাজনীন সহ গণ্যমান্য ব্যক্তিগণ। এছাড়াও এনজিও সংস্থার মধ্যে বাংলাদেশ মুসলিম এইড, আশা, রোভা ফাউন্ডেশন, সৃজনী বাংলাদেশ, বাসত, গাক, ব্র্যাক ও ডাঃ আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন এর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেন, একটা জাতিকে উন্নতি করার পরিকল্পনা করতে হলে প্রথমেই সমাজের প্রবীণ ব্যক্তিদের সাথে মতবিনিময় করে কাজ করলে সে জাতি সহজ এবং খুব দ্রুত ভাবে দেশের উন্নয়ন কাজ করতে পারে। তাই আপনারা সবাই একনিষ্ঠ হয়ে প্রবীণ হিতৈষী ব্যক্তিদের খোঁজ খবর ও কুশল বিনিময় করেন। আর সবশেষে তিনি বলেন, মাগুরা জেলার প্রবীণ ব্যক্তিদের সাথে সবসময় মাগুরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও এনজিও সংস্থা পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha