রং তুলির শেষ আঁচড় টেনে দেবী দুর্গাসহ সব প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় ৯টি পুজা মন্ডপের প্রতিমা কারিগররা।
মন্ডপ গুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজ ১ অক্টোবর শনিবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল
আনুষ্ঠানিকতা।
এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে মন্ডপ ও এর আশপাশের এলাকা গুলোতে বাড়ানো হয়েছে নজরদারী।
ভেড়ামারা উপজেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ভেড়ামারা উপজেলায় মোট ৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। মন্ডপ গুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ভেড়ামারা জগৎ জননী মাতৃ মন্দিরের পুরোহিত বাম্পী ঠাকুর বলেন, আজ ১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মা দুর্গা এবার মর্তে আসছেন গজে, আর যাবেন নৌকায়। যা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা পূজার সব প্রস্ততি সম্পন্ন করেছি।
ভেড়ামারা জগৎ জননী মাতৃ মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র পন্ডিত বলেন, ভেড়ামারা উপজেলার ৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করেছি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মন্ডপ গুলোতে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে। সেই সাথে টহল টিমও কাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুতি রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫