আজকের তারিখ : অগাস্ট ৩, ২০২৫, ৪:১২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৩০, ২০২২, ৯:৪৯ পি.এম
খোকসায় শারদীয় দূর্গা পূজার উদযাপন কমিটির সাথে মত বিনিময় সভা

কুষ্টিয়া খোকসা কালীবাড়ি কেন্দ্রীয় দূর্গাপূজা কমিটি কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ।
শুক্রবার সকালে খোকসা উপজেলা কালিবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নিবার্হী অফিসার রিপন বিশ্বাস, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, খোকসা থানা ইনচার মোঃ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকমল হোসেন মন্ডল সহ উপজেলার ৬৫ টি পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার সেলিম আলতাফ বলেন হিন্দু সম্প্রদায় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা আমরা মিলেমিশে একত্রিত ভাবে এই পুজা উৎসব উদযাপন করব।
এই পূজা উদযাপনের জন্য বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সহ সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। তিনি দূর্গা উৎসব সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করতে সবার সহযোগিতা কামনা করেন।
পরে স্থানীয় সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাব জর্জ এর পক্ষ থেকে উপজেলার ৬৫ টি পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের হাতে শারদীয় শুভেচ্ছা উপহার নগদ টাকা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha