ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাইফুজ্জামান জলিল মোল্লাকে পিটিয়ে টাকা ছিনতাই করে নেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসী আহত জলিল মোল্লা (৫০)কে সদরপুর হাসপাতালে ভর্তি করেছে। এ সময় তার মোটর সাইকেলটি ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনাটি ঘঠেছে গত মঙ্গলবার সকাল অনুমান ৭টায় কৃষ্ণপুর চর চাঁদপুর আঞ্চলিক সড়কের চর কৃষ্ণপুর ডবল ব্রীজ সংলঙ্গ এলাকায়।
চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও পায়ে জখম পাওয়া গেছে। এব্যাপারে সদরপুর থানায় ৪ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করা হয়েছে।
হাসপাতালে ভর্তি অবস্থায় ইউপি সদস্য জলিল মোল্লার সাথে কথা হলে তিনি জানান, সকাল অনুমান ৭টায় ঘরের টাইলস কেনার জন্য ৪ লক্ষ টাকা নিয়ে সদরপুর বাজারে যাওয়ার পথে চর কৃষ্ণপুর ডবল ব্রীজের কুদ্দুছ মোল্লার বাড়ির নিকট পৌছিলে অভিযুক্ত ইউসুফ বেপারীর নেতৃত্বে ৪/৫ জনের একটি দুস্কৃতিকারির দল তার মোটরসাইকেলের গতি রোধ করে হকিষ্ট্রিক ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে টাকা ছিনতাই করে নিয়ে যায়।
তার মোটর সাইকেল ও ভাংচুর করা হয়। আমি সদরপুর থানায় এজাহার দায়ের করেছি।
এব্যাপারে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha