ফরিদপুরের সদরপুরে গতকাল বুধবার সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উদ্যযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য “তথ্য প্রযুক্তি যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক”।উপজেলা দরবার হলে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক মিয়া, সদরপুর থানার সেকেন্ড অফিসার কৃষ্ণ বিশাস তথ্য সেবা কর্মকর্তা তৌহিদা খাতুন । অপরদিকে সদরপুর উপজেলার শিক্ষার্থীদের ২য় ব্যাচের আত্মরক্ষা ও ক্রীড়া কৌশল কারাতে প্রশিক্ষণ কার্যক্রমের শুভউদ্বোধন করা হয়। এসময় ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে কারাতের পোষাক বিতরণ করা হয়।
সভায় বক্তারা সাধারণ জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করাতে সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদেরকে আরও সদয় হওয়ার আহবান জানান।
এছাড়াও তারা সাধারণ জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে প্রচার প্রচারণার প্রতি গুরুত্ব আরোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।