"তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক" এ স্লোগানকে সামনে রেখে গোমস্তাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস
পালনকরা হয়েছে ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রকৌশলী এ এন এম সুলতানুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মোঃ নাদিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নূরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক কাউম বিশ্বাস, ছাত্র আল আমিন প্রমূখ।
বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যে নিজ নিজ দেশের সবধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর এ দিবসটি পালিত।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।