ঝিনাইদহ থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক শহিদুল ইসলাম ষ্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শহরের নিজ বাসায় তিনি ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে যশোর ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে দৈনিক নবচিত্র পত্রিকার উপদেষ্টা সম্পাদক আব্দুল জলিল ও সম্পাদক আলাউদ্দীন আজাদসহ পত্রিকার স্টাফরা যশোর ছুটে যান। তারা সেখানে চিকিৎসার খোজখবর নেন। অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার বিকালে একটি এ্যম্বুলেন্সে যোগে প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলামকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এদিকে ঝিনাইদহ থেকে নিয়মিত প্রকাশিত একমাত্র দৈনিকের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলামের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন পত্রিকার সাথে সংশ্লিষ্ট গনমাধ্যমকর্মী, কর্মকর্তা ও কর্মচারিরা। তারা প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করেন।
ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটি প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলামের রোগমুক্তি কামনা করে বিবৃতি দেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।