ঝালকাঠির নলছিটিতে পরনের লুঙ্গি দিয়ে হিজল গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় আফতার আলী খান (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আফতার খাঁন উপজেলা পৌরসভার মধ্যে মালিপুর এলাকার মৃত লেদু খানের ছেলে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা দেড়টায় পৌরসভার ১ ওয়ার্ডের উত্তর বৈচন্ডী এলাকায় একটি গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,এক কিশোর কলমি শাক তুলতে গেলে ঝুলন্ত মরাদেহটি দেখে ডাক চিৎকার দিলে লোকজন গিয়ে নলছিটি থানায় খবর দেয়।পারিবারিক কলহের কারণে তিনি নিজেই পরনের লুঙ্গি দিয়ে ফাঁস দিতে পারেন ধারনা তাদের ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।