বুধবার রাত ১০ঃ০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে মোঃ আলমগীর হুসাইনের নিজ বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
এসময় ভেজাল ঔষধ উৎপাদনের অপরাধে আলমগীর নামের একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
অভিযুক্ত আলমগীর রোবেক্স ফার্মার জাইমো প্লাস ঔষধটি নকল করে ভেজাল উপাদান দিয়ে উৎপাদন করছিল ও বাজারজাত করছিল।এসময় তার বাড়ি থেকে ঔষধ তৈরির মেশিন, ভেজাল কাচামাল ও খালি প্যাকেট উদ্ধার করা হয়।
অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে নেয়ায় অত্র উপজেলার সহকারী কমিশনার ভুমি জনাব বনি আমিন মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ আইনবলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
এসময় প্রসিকিউশন করেন অত্র উপজেলার উপজেলা প্রানিসম্পদ অফিসার জনাব ডাঃ মোঃ মামুন খান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিস, উপজেলা প্রানী সম্পদ অফিস ও শৈলকুপা থানার সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ। অভিযুক্ত ব্যক্তির নিকট হতে মালামাল জব্দ করা হয় ও র ম্যাটেরিয়াল বিনষ্ট করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha