ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ বছর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ইস্রাফীল সরদার।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা যাচাই-বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা দেন। ইস্রাফীল সরদার আলফাডাঙ্গা উপজেলার টোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
ইস্রাফীল সরদার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে লেখাপড়ার পাশাপাশি স্কুলের উন্নয়ন, বিকাশ, মেধাচর্চার মননশীল, এবং উৎসাহমূলক ভূমিকা অবদান রাখায় তাকে এ সম্মানে ভূষিত করে হয়েছে বলে জানা যায়।
আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস জানান, ‘তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করে স্কুলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, মেধাবিকাশ, সংস্কৃতি চর্চায় প্রণোদনা, শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং জাতীয় দিবসগুলো পালন করার ক্ষেত্রে জাঁকজমক ভাবে অনুষ্ঠািন আয়োজন কর এলাকায় শিক্ষা বিস্তার অনন্য ভূমিকা রেখে চলেছেন।’
এবিষয়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ইস্রাফীল সরদার বলেন, ‘এই প্রাপ্তি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, আমার সহকারী শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সবার। আমি সব সময় সবার সহযোগীতা নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।’
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫