আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৯, ২০২২, ৫:০১ পি.এম
মাগুরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা যাচাই বাছাইয়ে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মনোনয়নই বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
রবিবার ১৮ সেপ্টেম্বর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই বাছাই শেষে ২.৩০ টার সময় জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার কুন্ডু এবং স্বতন্ত্র প্রার্থী শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন ও জিহাদ মিয়াকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু জেলা পরিষদ নির্বাচনে সর্বশেষ বিজয়ী চেয়ারম্যান এবং পরবর্তিতে দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ প্রশাসক। অন্যদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন বর্তমানে রাজনৈতিক কোনো পদে নেই।
তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একাত্তরের মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনী প্রধান আকবর হোসেন মিয়ার ছেলে। নির্বাচনের অপর প্রার্থী জিহাদ মিয়া শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha