প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুরে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
ফরিদপুর জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কতৃক আয়োজিত,(১৯ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০ টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় এইচ এসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা।
প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসী কর্মীরা নিজের পরিবার ছেড়ে দুরদেশে গিয়ে উপার্জন করছেন। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।
তাদের সন্তানদের উচ্চশিক্ষায় যাতে কোন বাধা তৈরি না হয় তাই বর্তমান সরকার শিক্ষাবৃত্তি প্রদান করছে। এই শিক্ষাবৃত্তি প্রবাসী সন্তানদের লেখাপড়ার গতি অনেকগুণ বাড়াবে বলে মনে করি।
ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে, চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশক্তি অফিসের জরীপ কর্মকর্তা নিজামউদ্দিন পাটোয়ারী, রাজেন্দ্র কলেজের শিক্ষক তারিফুল ইসলাম, দৈনিক ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার ইনভেস্টিগেশন অফিসার নিরঞ্জন মিত্র (নিরু) প্রমূখ।
বিতরণ অনুষ্ঠান আগে সুশৃঙ্খল ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতা ও দক্ষতার বিষয়ে গুরুত্বপূর্ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সৌদি আরব কর্মরত প্রবাসী কর্মীর দুই মেধাবী সন্তান সরকারি রাজেন্দ্র কলেজের এইচ এসসি’র শিক্ষার্থী মোঃ শহিদ হাসান ও মাহবুবা আক্তার দুইজনের মধ্যে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এসময় প্রতিজনকে ২৭ হাজার ৫ শত পঞ্চাশ টাকার চেক বিতরণ করেন।
এসময় বিতরণ অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট