ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের 'সহস্রাইল উচ্চ বিদ্যালয়' মাঠে প্রায় ৩০ হাজার দর্শকের উপস্থিতে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানা গ্রপের ডিরেক্টর, কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং সমাজ সেবক মো.দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল ওহাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম।
১৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪ টায় সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রচন্ড তাপদহ উপেক্ষা করে মেঘাচ্ছন্ন আকাশের নিচে মাঠের চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
স্কুলের চারপাশ, আশে পাশের বাড়ীর আঙিনা, সড়কের দুই পাশে কোথাও তিল ধারণের জায়গা ছিলো না।
আরও পড়ুনঃ পদ্মার তীব্র ভাঙনে নদী গর্ভে ৩০০ বাড়ি চরম আতঙ্কে এলাকাবাসী |
টান টান উত্তেজনায় পরিপূর্ণ এ ম্যাচে হাফটাইমের পরেও গোল শূন্য থাকে। নির্ধারিত সময়ের পরে ট্রাইবেকারে ৪-২ গোলে মহম্মদপুর ফুটবল একাদশ ফরিদপুর চতর হারুন যুব সংঘকে পরাজিত করে বিজয়ী হয়ে ফাইনালে পৌঁছেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।