আজকের তারিখ : এপ্রিল ৫, ২০২৫, ৯:৪৬ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১২:৫০ পি.এম
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকাসহ সারাদেশে বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ আজ রবিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর বিএনপি'র আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সেলিম মিয়া, মহানগর কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিতাই রায় প্রমূখ।
সবাই বক্তারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর সরকারি দলের তান্ডবের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন দেশে কোন আইনের শাসন নাই। তাই সরকার বিরোধীদলকে দমন করতে উঠে পর লেগে গেছে। তাদের পর অহেতুক ভাবে নির্যাতন ও মামলা হামলা করা হচ্ছে।
তারা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ সমাবেশে আটককৃত বিএনপি নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha