আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৫, ২০২২, ৯:৩৫ এ.এম
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার বিদায়ী সংবর্ধনা

ফরিদপুর জেলা পুলিশ প্রশাসনের কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জামাল পাশার পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত
উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে, বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ অতিরিক্ত পুলিশ সুপারকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান এর সভাপতিত্বে, বিদায়ী অনুষ্ঠানে এসময় জেলা পুলিশের অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন কর্মরত থাকাকালীন সময়ে তিনি অত্যন্ত নিরলসভাবে দায়িত্ব পালন করতেন। ফরিদপুর জেলা পুলিশে ওনার অবদান অনস্বীকার্য। বক্তারা জামাল পাশা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে পুলিশ প্রশাসনিক হিসাবে সম্পন্ন একজন দক্ষ ব্যক্তি ছিলেন। পুলিশের বিভিন্ন কর্মক্ষেত্রের প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে তিনি সুচারুরুপে দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।
বিদায়ী অনুষ্ঠান শেষে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha