পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাঈম হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাঈম ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। দুর্ঘটনায় নিহত নাঈম হোসেন রাজশাহীর একটি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাঈম ও তার বন্ধু মোটরসাইকেলে যোগে ভাঙ্গুড়া থেকে চাটমোহরে যাওয়ার উদ্দ্যেশে রওনা দেয়। পথিমধ্যে সকাল ১১টার দিকে মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুর্ঘটনার পর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।