আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৪, ২০২২, ৭:৪০ পি.এম
চাটমোহরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ কৃষকলীগ চাটমোহর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনবুধবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ন ম মেছবাহুর রহমান রোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তৌফিক।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ মোঃ মিজানুর রহমান মজনু খাঁকে সভাপতি ও প্রভাষক মোঃ হাফিজুর রহমান হাফিজকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী চাটমোহর উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha