ফরিদপুরের সদরপুরে ২৮ কেজি গাঁজাসহ মোঃ রেজাউল করিম লিটন (৩৬) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।আজ (১৪ সেপ্টেম্বর ২০২২) সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, উপজেলার ভাষাণচর ইউনিয়নের ইন্তাজ মোল্লার ডাঙ্গী গ্রামের লিটনের নিজ বাড়ির বসত ঘর থেকে উক্ত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
সে দীর্ঘদিন যাবৎ পাইকারীভাবে গাঁজা ব্যবসা করে আসছে এবং সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসন ও নগরকান্দা থানার বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করে আসছিল। অভিযুক্ত লিটন উক্ত গ্রামের সেক সালাউদ্দিনের ছেলে। এ ব্যাপারে সদরপুর থানার এস.আই. আরবিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে সদরপুর থানায় মামলা দায়ের করে। লিটনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫