কুষ্টিয়ার খোকসায় নবনির্বাচিত মেয়র প্রভাষক তারিকুল ইসলাম এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার বিকেলে পৌর আওয়ামী লীগের আয়োজনে নবনির্মিত পৌর ভবন চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
তিনি বলেন খোকসা পৌরবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম তারিক এর নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এইজন্য পৌরবাসী তথা খোকসা বাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে পৌর মেয়র তারিক কে সহযোগিতা করুন, সবার সহযোগিতায় আগামীতে খোকসা পৌরসভা একটি মডেল পৌরসভা হিসেবে উপহার দেব। তিনি বলেন দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দলের মধ্যে কোনো অনুপ্রবেশকারীর বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, খোকসা নবনির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মান্নান আব্দুল মান্নান খান,জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: হাসানুল আজকার হাসু, জেলার শ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান মোমিজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম খান, আরিফুল আলম তসর,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, খোকসা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খোকসা উপজেলা সভাপতি সুপ্রভাত মালাকার,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি বিশ্বাস।
এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সুধীগন, ব্যবসায়ীগন, পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।