ফরিদপুরের বোয়ালমারীতে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত অভিযোগে একজনকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাহেব আলীর মৃধার ৮ম ও ১০ম শ্রেণি পড়ুয়া দুই মেয়ে স্কুল ছুটি শেষে সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে একসাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুর্গাপুর গ্রামের নবীরের বাড়ির সামনে পৌঁছলে একই গ্রামের আ. মান্নান মোল্যার ছেলে আল আমিন মোল্যা (২২), আলাউদ্দিনের ছেলে মো. আব্দুল আলিমসহ অজ্ঞাত ২/৩ জন অশ্লীল মন্তব্য করে ৮ ম শ্রেণি পড়ুয়া ছোট বোনের হাত ধরে টানাটানি শুরু করে।
এতে ছোট বোন বাধা দেয়ার চেষ্টা করলে তাকে কিল-ঘুষি মেরে রাস্তার উপর ফেলে দেয়। এ সময় বড় বোন বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও কিল ঘুষি মারে বখাটেরা। পরে দুই বোনের চিৎকারে আশেপাশের লোকেরা এগিয়ে এলে বখাটেরা দুই বোনের জীবন নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উপযুক্ত বিচার চেয়ে ৮ম শ্রেণি পড়ুয়া ছোট বোন উপজেলা নির্বাহী অফিসার ও বোয়ালমারী থানায় মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লিখিত অভিযোগে উল্লিখিত ২নং অভিযুক্ত আব্দুল আলীমকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় থানা পুলিশ আটক করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি থানায় পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মো. আব্দুল ওহাব বলেন, মেয়েটির বাবাকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha