আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৩, ২০২২, ৯:৩১ পি.এম
খোকসা উপজেলায় অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন আলহাজ্ব সদর উদ্দিন খানকে
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে ৪ রারের বিজয়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন উপজেলা পরিষদ। জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ায় ও উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় উপজেলা পরিষদ এর পক্ষ থেকে বিদায় জানানো হয়।
দীর্ঘ আওয়ামী লীগের রাজনীতি জীবনে ১৯৯০ সালে প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, পরে ২০০৯ সাল দ্বিতীয় বার, ২০১৪ সাল তৃতীয় বার এবং ২০১৯ সালের চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এবং সুনামের সাথে কাজ করে যাচ্ছিলেন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তিনি উপজেলা পরিষদ হতে পদত্যাগ করেন।
এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খোকসা প্রেসক্লাব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বিদায় শুভেচ্ছা জানান।
৩২ বছর আগে ১৯৯০ সালে নির্বাচনে তিনি প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে খোকসা উপজেলা পরিষদে আছেন এবং ২০২২ সালে জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে উপজেলা পরিষদ থেকে বিদায় নেন। তার বিদায় বেলায় উপজেলা পরিষদ কিছুক্ষণের জন্য বেদনাদায়ক মুহূর্তে পরিণত হয়। সবাই অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান।
বিদায় বেলায় আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন আমি কখনও নীতির কাছে মাথা নত করি নাই, আমি আমার উপজেলা কে সব সময় দুর্নীতিমুক্ত এবং সুন্দর একটি উপজেলা গড়তে চেয়েছিলাম আমি সেটাই করতে পেরেছি। আমি যেখানেই থাকি এই উপজেলার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন আমরা একজন অত্যন্ত বড় মাপের নেতা ও অভিভাবককে পেয়েছিলাম আজ আমরা সেটা অনুভব করতে পেরেছি। তিনি বলেন আপনি যেহেতু জেলায় যাচ্ছেন, যেখানেই থাকেন অভিভাবক হিসেবে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আপনার কাছে এটাই আমাদের চাওয়া।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha