আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৪:৫০ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৩, ২০২২, ৫:১৩ পি.এম
মাগুরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতী পালন
মাগুরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নায্য দাবী আদায়ের লক্ষ্যে অর্ধদিবস কর্মবিরতী পালন করা হয়। মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর সকাল ৮-১২ টা পর্যন্ত মাগুরা সদর উপজেলা প্রশাসনের ভিতরে অবস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতী চলে। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে সদ্য-স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত ও দুর্যোগ প্রবন দেশের কোটি মানুষের পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পুর্নগঠনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গঠন করেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাগুরা সদর আম্বিয়া বেগম শিল্পী দৈনিক স্বদেশ প্রতিদিনকে জানান, দেশব্যাপী জেলা ও উপজেলা অফিস সমূহে ৫ টি দাবী বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতী চলছে, তারই ধারাবাহিকতায় মাগুরা সদর উপজেলায় আমরাও অর্ধদিবস কর্মবিরতী পালন করছি।
তিনি দাবী গুলো যথাক্রমে জানান- ক) দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। খ) জেলা ত্রাণ ও পুর্নবাসন কমকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। গ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। ঘ) সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন। ঙ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি, চলতি দায়িত্ব ও নিয়োগের মাধ্যমে পূরণ করা।
এ সময় অর্ধদিবস কর্মবিরতী চলাকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী অফিসার রেজাউল ইসলাম, খাদ্য সহকারী আবুল কালাম আজাদ, অফিস সহকারী কাম-কম্পিউার ও শার্ট মুদ্রাক্ষির সৈয়দা নাসরিন আক্তার ও অফিস সহায়ক রাশেদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha