আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৩, ২০২২, ১২:১৭ এ.এম
জনসেবার মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে – এসপি মাছুম আহাম্মদ ভূঞা

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম বলেছেন, পুলিশ সদস্যদের জনসেবার মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে। কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সোমবার (১২সেপ্টেম্বর) ফুলবাড়ীয়া থানা পরিদর্শন শেষে থানায় পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরে তিনি বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
এসময় তিনি সকল অফিসার-ফোর্সের কথা শোনেন ও তাদের সমস্যা গুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মোঃ রায়হানুল ইসলাম, সার্কেল এএসপি অরিত সরকার, থানা অফিসার ইনচার্জ মো.আবুল কালাম আজাদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha