ফরিদপুুরের আলফাডাঙ্গা পৌরসভায় ৯ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মো.ইয়াসিন মোল্যাকে সভাপতি ও শফিকুল তালুকদার (শফিক) কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আলফাডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহির শাহরিয়ার শিশির ও সাধারণ সম্পাদক জোনায়েত আহম্মেদ জুয়েলের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা
৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার পরিবহন কাউন্টার সংলগ্ন স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেন, যুগ্ম সধারাণ সম্পাদক হারিচুর রহমান সোহান, ৯ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সাহাবুল আলম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহির শাহরিয়ার শিশির ও সাধারণ সম্পাদক জোনায়েত আহম্মেদ জুুয়েল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।