আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১:৫৯ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১০, ২০২২, ১১:১৯ পি.এম
বিএনএসবি চক্ষু হাসপাতালে অস্বচ্ছল রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন

ফরিদপুরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাটে অবস্থিত বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে অস্বচ্ছল ও দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে।
গত বৃহস্পতিবার পাঁচজন রোগীর সফল এই অপারেশন সম্পন্ন হয়। অপারেশন পরিচালনা করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
তার এই কাজে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’। জানা গেছে, সমাজসেবা অধিদপ্তর এই পাঁচজন রোগীর ছানি অপারেশনে সহযোগিতা করে। আর এতে বিনামূল্যে রোগীদের অপারেশন করেন ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
তিনি জানান, বিএনএসবি জহুরুল চক্ষু হাসপাতালে ধারাবহিক ভাবে অস্বচ্ছল রোগীদের ছানি অপারেশন কর্মসূচির অংশ হিসেবে এসকল রোগীদের ছানি অপারেশন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর প্রধান আহমেদ সৌরভ জানান, তিনি ৪৫ বছর বয়সী আয়েশা বেগম ও ৫২ বছর বয়সী খবিরননেসা নামে দুজন দরিদ্র নারীর অপারেশন করার জন্য ডা. রাহাত আনোয়ারকে অনুরোধ জানালে তিনি উৎসাহের সাথে তাদের এই অপারেশন সম্পন্ন করেন।
বৃহস্পতিবার এই দুজন সহ মোট পাঁচজন রোগীর অপারেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha