মাগুরায় ৪৯ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতা ২০২২ (উপজেলা পর্যায়) মাগুরা সদর উপজেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টার সময় মাগুরা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ড মঞ্চে, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মাগুরা সদর এর আয়োজনে খেলাধুলার পুরস্কার বিতরণী করা হয়। জাতীয় খেলাধুলা (উপজেলা পর্যায়ে) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু।
এছাড়াও পুরস্কার বিতরণীর সময় উপস্থিত ছিলেন, (আর আই) মাগুরা পুলিশ লাইনস মোঃ আফজাল হোসেন বাকী, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আলহাজ্ব হাজী মকবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সূবর্না বিশ্বাস, পাটোখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আবু নাসের মজনু, বুজরক শ্রীকুন্ডি এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, কাটাখালি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মৃধা, রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অতুল চন্দ্র বিশ্বাস, জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা কাজী জিন্নাত আরা আন্না, জাগলা এইচ এন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, তিতার খা পাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, বেরইল শামসুদ্দিন দাখিল মাদরাসা সুপার মোঃ সিরাজুল ইসলাম, মুছাপুর গোবিন্দপুর হোসেনিয়া দাখিল মাদরাসা সুপার মোঃ আইয়ুব আলী, বড় শলই পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, বুজরুক শ্রীকুন্ডী দাখিল মাদরাসা সুপার মোঃ রবিউল ইসলাম, আলোকদিয়া পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সভাপতি সৈয়দ মঈনুল আবেদীন, আব্দুল মজিদ একাডেমি গৃহগ্রাম আলোকদিয়া ক্রীড়া শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, কছুন্দী মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আইয়ুব আলী সহ সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী বৃন্দগণ। দলিয় খেলায় (বালক) ফুটবলে চ্যাম্পিয়ন শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ আলোকদিয়া পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, (বালিকা) ফুটবল চ্যাম্পিয়ন মাগুরা সরকারি বালিকা বিদ্যালয় ও রানার্সআপ বড়শলই মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল (বালক) চ্যাম্পিয়ন সত্যপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবল (বালিকা) চ্যাম্পিয়ন আদর্শ সম্মিলনী বালিকা বিদ্যালয় ও রানার্সআপ লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি (বালক) চ্যাম্পিয়ন হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কাবাডি (বালিকা) চ্যাম্পিয়ন জাগলা এইচ এম হাইস্কুল ও রানার্সআপ মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়। এছাড়াও সাতার ও দাবা খেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।