আগামী ১২ সেপ্টেম্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। কমিটিতে পদ পেতে চলছে লবিং ও গ্রুপিং। কারা কারা থাকছেন এই কমিটিতে। সভাপতি- সাধারণ সম্পাদক পদে নতুন-পুরাতনের সমন্বয় না নতুন মুখের চমক আসবে। নতুন নেতৃত্ব আগামী নির্বাচনে কী বার্তা দেবে তা নিয়ে কর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।
তিন বছর পর পর সম্মেলন হবার কথা থাকলেও ২০১৩ সালে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৯ বছর পর আবার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর, সোমবার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সুত্রে জানা গেছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সাধারণ সম্পাদক মোঃ ইশতিয়াক আরিফের স্বাক্ষরিত লিখিতপত্র থেকে এ তথ্য জানা গেছে।
এ উপলক্ষে উপজেলা শহরের প্রতিটি রাস্তায় নির্মান করা হচ্ছে বিশাল বিশাল তোরণ। নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কে বা কারা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের নতুন কান্ডারি, এ নিয়ে এলাকার বিভিন্ন চায়ের দোকানে চলছে আলোচনার ঝড়। তাছাড়াও প্রার্থীরা তাদের স্বপক্ষে সমর্থনের আশায় দিন-রাত স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সময় যতই নিকটে চলে আসছে, ততই চঞ্চল হয়ে উঠছে রাজনীতির মাঠ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে, নতুন-পুরাতন একাধিক নেতার নাম।
সভাপতি পদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মারুফ হোসেন বকুল এর নাম শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহিদুর রহমান সুইট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ফুলসুতি ইউপির পরপর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আরিফ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য বিষয়ক উপকমিটির সাবেক সদস্য কাজী শাহ জামান বাবুল, অবিভক্ত নগরকান্দা ও সালথা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজের নাম শোনা যাচ্ছে।
সম্মেলনের আর মাত্র তিন দিন বাকী থাকলেও এখন পর্যন্ত তেমন কোন প্রস্তুতি দেখা যাচ্ছে না সম্মেলন প্রস্তুত কমিটির। তারা বলছে নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় আওয়ামী লীগ নেতা আরুজ
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, সম্মেলন সফল করতে সব রকম প্রস্তুতি চলছে। সফল করতে দলীয় সকল নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তৃণমূলের মতামত ও দলীয় সভানেত্রীর পরামর্শক্রমেই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কে উপস্থিত থাকবেন এমন কোন চিঠি হাতে পাইনি বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha