আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৪:২২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৮, ২০২২, ৭:৪৫ পি.এম
মাগুরায় ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান
মাগুরায় ৪৯ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতা ২০২২ (উপজেলা পর্যায়) মাগুরা সদর উপজেলায় শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় মাগুরা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মাগুরা সদর এর আয়োজনে খেলাধুলার শুভ উদ্বোধনী করা হয়।
জাতীয় খেলাধুলা (উপজেলা পর্যায়ে) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাগুরা সদর মোঃ তারিফ-উল-হাসান।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক মকবুল হোসেন, পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সূবর্না বিশ্বাস, পাটোখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আবু নাসের মজনু, বুজরক শ্রীকুন্ডি এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, কাটাখালি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মৃধা, রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অতুল চন্দ্র বিশ্বাস, জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা কাজী জিন্নাত আরা আন্না, জাগলা এইচ এন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কছুন্দী মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আইয়ুব আলী সহ সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দগণ।
দুপুর ১২ টার সময় বালক ও বালিকাদের ফুটবল খেলা দেখার জন্য জেলা শিক্ষা অফিসার মাগুরা মোঃ আলমগীর কবীর, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস এ এস এম মাজেদ-উর-রহমান ও সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস মোঃ সেলিম রেজা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ড মঞ্চ থেকে খেলা উপভোগ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম বলেন, ৮ ক্লাস্টারের মাধ্যমে সদর উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরী প্রতিষ্ঠানের বালক ও বালিকাদেরকে নিয়ে ফুটবল, হ্যান্ডবল, ও কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল ৯ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে দাবা ও ১০.৩০ টার সময় পুলিশ লাইন্স পুকুরে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নিবাহী অফিসার তারিফ-উল-হাসান বলেন, খেলাধুলা করলে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা যায়। আর শিক্ষার্থীরা সময়মত নিয়ম অনুযায়ী খেলা ধুলা করলে সমাজ ও রাষ্ট্রের জন্য ব্যাপক উন্নয়ন ও ভূমিকা পালন করে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha