ভেড়ামারা উপজেলার দফাদার তেল পাম্পে অগ্নিকান্ডে দগ্ধ বিদ্যুৎ হোসেন (৩০) মারা গেছেন।
এ নিয়ে এ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫জন হলো।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিদ্যুৎ। তার পিতা বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ হোসেন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি দফাদার তেল পাম্পে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উপজেলার মহিষাড়োরা দফাদার পেট্রল তেল পাম্পে অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুৎ কে ধরে এখন পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ আছেন আরও কয়েকজন। অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় কোনো অভিযোগ না থাকায় কাউকে আটক করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই এলাকায় তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) নিহত হন।
১৩ আগস্ট দিনগত রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রাজিব উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। ১৮ আগস্ট ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃৃত জয়নালের ছেলে রিমন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ চাটমোহরে মাছের পোনা অবমুক্তকরণ
একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিদ্যুৎ হোসেন। শরীরের মাত্র ১৭ শতাংশ দগ্ধ হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha