কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে রক্ত মাখানোর অভিযোগে হালিম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর থানার সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত মাখানো হয়। আটক হালিম দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আব্দুল মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দৌলতপুর থানার সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত দেখতে পান পথচারীরা। পরে থানায় খবর দিলে ওসি জাবিদ হাসান নিজে উপস্থিত থেকে তাড়াহুড়া করে ম্যুরালটি ধুয়ে মুছে পরিষ্কার করেন। ম্যুরালে রক্ত মাখানোর অভিযোগে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলেন, থানার সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত মাখানোর ঘটনাকে আমরা বড় ধরনের আঘাতের আভাস বলে মনে করছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ১জনের ১০ বছর কারাদন্ড
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান বলেন, বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত মাখানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মানসিক প্রতিবন্ধী। আগে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫