কুষ্টিয়ায় অস্ত্র মামলায় জুয়েল হোসেন নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। জুয়েল জেলার দৌলতপুর উপজেলার চরপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন কসায়ের ছেলে।
সোমবার (৫ সেপ্টম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়।
তিনি বলেন, ২০২১ সালের ২৭ জানুয়ারি রাত ১১টার ৪৫ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুরের চল্লিশপাড়া গ্রামের একটি মাঠ থেকে অস্ত্রসহ জুয়েলকে আটক করে বিজিবি। তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটকের দুই ঘণ্টা পর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ওই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিচারক এ আদেশ দেন।
আরও পড়ুনঃ ফরিদপুরের ট্রেন ও অটো বাইকের সংঘর্ষে মা ও শিশু নিহত
তিনি আরো বলেন, অস্ত্র মামলায় দোষী প্রমাণিত হওয়ায় জুয়েলকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।