ফরিদপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে সারাদেশে বিএনপি, জামায়াত শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ বিকেল সাড়ে পাঁচটায় ঘটিকায় ফরিদপুর শহরস্থ লাভলু সড়কে শেখ রাসেল স্কয়ারে জেলা শ্রমিক লীগের উদ্যোগে উক্ত সংগঠনের আহ্বায়ক গোলাম মোঃ নাছিরের সভাপতিত্বে সারাদেশে বিএনপি, জামায়াত শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব কেএম আজম খসরু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার পৌর মেয়র অমিতাভ বোস ফরিদপুর উপজেলা পরিষদের, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী লীগের আহ্বায়ক কে এম সোবাহান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামিম তালুকদার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি বিপ্লব মিয়া , ফরিদপুর পরিবহন শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক হায়দার খান,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্লা,বক্তারা বলেন স্বাধীনতার পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গত এক সপ্তাহে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার এবং সরকারকে বেকাদায় ফেলার চেষ্টা করছে । কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না।
কেননা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে র ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে উজ্জ্বল হয়েছে । আওয়ামী লীগ সহ তার সকল অঙ্গ সংগঠন শ্রমিক লীগের মত এ ভাবে বিএনপি, জামায়াত শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সারা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে বলে প্রতীয়মান।