ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের হামারবাড়ি এলাকার তুহিন হাওলাদারের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আজ সকাল অনুমানিক ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আঃ ছালাম খাঁন জানিয়েছে।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডে তুহিন হাওলাদারের বসত ঘর ও রান্নাঘরসহ সকল আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।
পরে সদরপুরের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।