আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১০:০৩ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১, ২০২২, ৫:৫৮ পি.এম
ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় ফরিদপুর শহরের কাঠপট্টির ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্ব এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মী প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক জি.এম রুহুল আমীন,ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ ফরিদপুর জেলা শাখার অন্যান্য নেতাকর্মী।
কর্মী প্রশিক্ষণ সভায় উপস্থিত বক্তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী রাজনৈতিক দল। আমাদের কর্মীদের অবশ্যই ইসলামী মৌলিক বিধিনিষেধ পালন করতে হবে। সকল নেতাকর্মীদের ইসলামী ভাবধারায় জীবন ধারন করতে হবে যাতে অন্যান্য মানুষ আমাদের দেখে অনুপ্রানিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে এগিয়ে আসে। আমাদের সকলকে একসাথে ইসলামী শাসনতন্ত্রের জন্য কাজ করতে হবে তবে জানমালের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। দেশের মানুষকে যেমন ঈমানের পথে আনতে হবে তেমনি তাদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha