আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৩:৫৬ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১, ২০২২, ১১:২৬ এ.এম
ফরিদপুরে ও এম এস এর চাল বিক্রয় কর্মসূচি শুরু

ফরিদপুরে ও এম এস এর চাল বিক্রয় কর্মসূচি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের টেপা খোলায় এ কার্যক্রম উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক কোটি জন সংখ্যাকে খাদ্য সহায়তা দেয়ার জন্য এ কর্মসূচি শুরু হয়েছে। এটা খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে।
এতে প্রায় ২ লক্ষ পরিবার এতে উপকৃত হবে। জেলায় ১০০ জন ডিলার এর মাধ্যমে এ কর্মসূচি পালিত হবে । একজন ট্যাগ অফিসারের মাধ্যমে এ কর্মসূচি মনিটরিং করা হবে।
তিনি আশা করেন এ কর্মসূচির মাধ্যমে মানুষের খাদ্য নিয়ে এবং দাম বৃদ্ধিতে যে সংকট রয়েছে তা অনেকাংশে তা উত্তরন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরে পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দিন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা সেক্রেটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপত্তা খাদ্যন্সপেক্টর বজলুর রশিদ খানসহ , ও এম এস ডিলার মির আব্দুল জলিল সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ করা যেতে পারে শুক্র ও শনিবার ব্যতীত সপ্তাহের ৫ দিন এ কার্যক্রম পরিচালিত হবে। একজন ব্যক্তি মাথাপিছু ৫ কেজি করে চাউল ক্রয় করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha