আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলীর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে শনিবার ২৩ জানুয়ারী দুপুরে প্রচার-প্রচারণা চালায় বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, পাংশা উপজেলা শাখা। শনিবার দুপুর ১টার দিকে ব্যানারসহকারে নির্বাচনী মিছিল বের করে ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা।
জানা যায়, পাংশা শহরের টেম্পু স্ট্যান্ড থেকে নির্বাচনী মিছিল বের করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টেম্পু স্ট্যান্ডে সমবেত হয়ে পথসভা করে ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা। পথসভায় পাংশা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড শাহাদত হোসেন, সংগঠনের সদস্য রতন মন্ডল ও পান্নু খান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কমরেড শাহাদত হোসেন বলেন, সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলীকে সমর্থন দেওয়া হয়। সে অনুযায়ী নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
উল্লেখ্য: আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন- আওয়ামী লীগ মনোনীত মোঃ ওয়াজেদ আলী (নৌকা), বিএনপি মনোনীত রইচ উদ্দিন খান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক ফরহাদ (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ১১জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই তুঙ্গে উঠছে। পোস্টারিং ও প্রচার-প্রচারণায় সর্বত্রই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।