আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৩:২৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৩০, ২০২২, ৩:৫২ পি.এম
সুজন হত্যাকারীদের বিচারের দাবীতে মাগুরায় হেযবুত তওহীদের মানববন্ধন
মাগুরায় সুজন হত্যাকারীদের বিচারের দাবীতে মানবতার কল্যাণে নিবেদিত হেযবুত তওহীদ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ৩০ আগস্ট দুপুর ১২ টার সময় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হেযবুত তাওহীদের আলিম শেখ সভাপতি শ্রীপুর উপজেলা,সুরমান আলী সভাপতি মাগুরা সদর উপজেলা, আলী কদর জেলা বাণিজ্যিক বিষয়ক সম্পাদক, বিএম শামীম সভাপতি মাগুরা জেলা শাখা,এছাড়াও বক্তব্য রাখেন আবদুল মতিন সদস্য, সোহেল রানা সদস্য প্রমুখ।
উল্লেখ্য গত ২৩ আগস্ট মঙ্গলবার রাতে পাবনা শহরের চরঘোষপুর ৮ নং ওয়ার্ডের ভাটামোড় অবস্থিত কার্যালয়ে জেলা সভাপতি সেলিম শেখ ১৫/১৬ জন সদস্য নিয়ে বৈঠক করছিলেন। হঠাৎ করে হেযবুত তওহীদের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দাও, খ্রিস্টানের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও শ্লোগান দিয়ে একদল সশস্ত্র হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ১০ জন সদস্যকে। অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পাবনা কার্যালয়ে আন্দোলনের সদস্যদের উপর আকস্মিক সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে রাত ২.৩০ টার সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় সদস্য সুজন (৩৩), এসময় আরো ৬ জন সদস্য আহত হয়। গুরুতর আহত অবস্থায় আইসিইউতে রয়েছে আমিনুল ইসলাম (২৭) এবং পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে আলামিন শেখ (২৭) ও সেলিম শেখ (৪১) সহ আরও ৬ জন সদস্য রয়েছে। হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে প্রবেশকারী হামলাকারীদের সংখ্যা প্রায় ৪০/৫০ জন ছিলো। পাবনা জেলা সভাপতি সেলিম শেখ বাদী হয়ে চিহ্নিত ১৪ জন, আসামিরা হচ্ছে, আলাল, আল আমিন, এনামুল শেখ, ইমরান মোল্লা, বাপ্পি, মারুফ শেখ, রাসেল (ভোলা শেখ), হোসাইন, বকুল শেখ, শান্ত, আজিম শেখ, সুমন শেখ, শিমুল শেখ, রাফিক ডাক্তার এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করে। হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম সম্পাদক এস এম শামসুল হুদা বলেন, এই ঘটনার প্রেক্ষিতে গত ০৬/০৭/২০২২ তারিখে পাবনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম, জিডি নং- ৩৯৭ কিন্তু প্রশাসন সাধারণ ডায়রিটিকে আমলে নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
মাগুরা হেযবুত তওহীদ জেলা সভাপতি বি এম শামীম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য বলেন, যারা এ হামলা চালিয়েছে এবং যারা পেছন থেকে ইন্ধন যুগিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় সামাজিক পরিচয় যায় হোক না কেন তারা দেশ, সমাজ ও জাতির সন্ত্রাসী। কাজেই এই সমস্ত ভয়ংকর সন্ত্রাসীদের আইনের আওতায় বিচারের মাধ্যমে কঠিন শাস্তি দিতে হবে। আর বিচার প্রশাসন না করলে হেযবুত তওহীদ কঠিন পদক্ষেপ নিবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha