আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৯:৩০ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৩০, ২০২২, ২:৫৪ পি.এম
বোয়ালমারীতে জাহিদুল ইসলামের কো-অপ্ট সদস্য পদ বাতিল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য মো. জাহিদুল ইসলামের সদস্য পদ বাতিল করা হয়েছে। সরকারি বিধিমালা গোপন করে তিনি ম্যানেজিং কমিটির সদস্য হয়েছিলেন- এমন অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান তার সদস্য পদ বাতিল করেছেন।
বিষয়টি আইনের পরিপন্থী উল্লেখ করে সভাপতি কামরুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি আচরণ বিধিমালা ১৯৭৯ এর স্মারক নং প্রা:শিঅ/ওএম/৩৯ বিদ্যা ঢাকা ২০১১/৩৫/৬০০ তারিখ ৩০/০১/২০১৪ ইং এর পরিপত্র মোতাবেক প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত কোন শিক্ষক/কর্মচারী কোন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে না। তাই তার সদস্য পদ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, মো. জাহিদুল ইসলাম উপজেলার গুনবহা ইউনিয়নের রেনিনগর গ্রামে অবস্থিত আলহাজ্ব মজিবুর রহমান আমিন রেনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
এ ব্যাপারে বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, ঘরে বসে সভাপতি কোন সিদ্ধান্ত নিলেতো হবে না। ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে কাউকে সদস্য পদ থেকে বাদ দিতে হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, জাহিদুল ইসলামের সদস্য পদ বাতিলের ব্যাপারে আমি অবহিত নই, কোন চিঠিও পাইনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha