আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৬:৩৭ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৩০, ২০২২, ১:৪০ পি.এম
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
রাজনগরে পূর্ব শক্রুতার জের হিসাবে ষড়যন্ত্র ও একাধিক মিথ্যা মামলায় হয়রানী করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ একই উপজেলার পাঁচগাও ইউনিয়নের পাঁচগাও গ্রামের মৃত : কদ্দুছ আলীর পুত্র শহীদ, তার বোন সৈয়দা রুবি আক্তার, দুরুদ মিয়ার পুত্র আক্কাছ মিয়া, রহমত আলীর পুত্র আমজদ আলী গংদের বিরুদ্ধে।
আজ ৩০ আগস্ট দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগেশ্বর গ্রামের ভুক্তভোগী মোঃ সবুজ মিয়া জানান- একাধিক গন্যমান্য ব্যক্তিদের জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অপরাধী না হয়েও মামলার কারনে মানষিক যন্ত্রনায় ভুগছি। গত ২০ জুলাই প্রতিপক্ষ শহীদগংরা দলবল নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ঘর ও আসবাবপত্র ভাংচুর করে।
এ ঘটনায় থানায় মামলা পর্যন্ত দায়ের করার সাহস হয়নি। একই ভাবে গত ২২ আগস্ট শহীদ গংরা রাতের আধাঁরে মতিন মিয়ার একমাত্র আশ্রয়স্থল বসতভিটা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় রাজনগর থানায় অভিযোগ দায়ের করলেও প্রভাবশালী ও কু-চক্র মহলের কারণে এখনও মামলা এফআইআরভুক্ত হয়নি। উল্টো তাদের (রুবি বিউটি পার্লার) জ্বালিয়ে দেওয়া হয়েছে মর্মে তাদের দায়েরী মিথ্যা অভিযোগটি এজাহার হিসাবে গন্য করা হয়। ভুক্তভোগীরা আরো জানান- প্রতিপক্ষ ও তাদের সহযোগীদের এহেন জঘন্য আচরন এলাকার লোকজন অতিষ্ট । এমন কোন অপরাধ নাই যাহা তাদের মাধ্যমে হয়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা সমাজ জাতি ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট তোলে ধরে এবং সুবিচার পেতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে সম্ভব সকল প্রকার সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী আব্দুল মতিন, আব্দুল আহাদ, সুন্দর মিয়া, ইনাম মিয়া, আলাল মিয়া, ছিদ্দেক মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha