আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৬:২৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৯, ২০২২, ৭:৫২ পি.এম
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলাধীন চর মাধবদিয়া ইউনিয়নের মাধবদিয়া ময়েজদ্দিন হাইস্কুলের আয়োজনে উক্ত স্কুলের প্রধান শিক্ষক এস এম মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধবদিয়া ময়েজউদ্দিন হাই স্কুলের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর পৌর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ, ফরিদপুর হাই স্কুলের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ সাধারণ মানুষ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা ১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং জেলা পরিষদের প্রশাসক এ্যাড.শামসুল হক ভোলা মাষ্টার বলেন যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যা বানোয়াট কথা বলছে তারা মোনাফিক, আমি এবং আমার সন্তানরা জীবনে কারো দুই টাকা মেরে খাই নাই, কারো প্রতি জুলুম করি নাই। এই চর মাধবদিয়া ইউনিয়ন বাসীর জন্য যা আমার পক্ষে করার সম্ভব ছিলো তাই করেছি কিন্তু কিছু লোক তা ভুলে গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha