আজকের তারিখ : ডিসেম্বর ২৬, ২০২৪, ১:০৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২৯, ২০২২, ৬:৫৩ পি.এম
জে,এম,আর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জে এম আর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমেটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ আগস্ট) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এদিন সকাল থেকে বিকাল ৪ টা পয়ন্ত অভিভাবকদের ভোট প্রয়গের ম্যাধমে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়।এ ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে এদের মধ্য ৪ জন নির্বাচিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৪৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ২১২ জন।তার মধ্যে নষ্ট হয়েছে ৭ ভোট। নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে ১ম মোঃ মিঠুন, ২য় হয়েছে আব্দুল হাই, ৩য় হয়েছে মাহবুব হোসেন এবং ৪র্থ হয়েছে আবুল বাশার।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম।
এসময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, ,গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha