আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১০:১৭ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২৯, ২০২২, ১:২৬ এ.এম
রাজনগরে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারে রাজনগরে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার দত্তগ্রাম( ময়নার দোকান) আলেয়া ফার্ণিচার মাট নামক দোকানে অভিযান চালিয়ে ১৮০ পিছ ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দত্তগ্রামের কমরু মিয়ার ছেলে আলী হোসেন(৩৫), ডেফলউড়া গ্রামের মোঃ ছালামত মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া(২৬)।
থানা সূত্রে জানা গেছে, রবিবার (২৪ আগষ্ট) রাতে এসআই মোঃ কামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজনগর থানাধীন রাজনগর ইউপিস্থ দত্তগ্রামে আলী হোসেনের আলেয়া ফার্ণিচার মাট নামক ফার্ণিসারের দোকানে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে ১৮০ পিচ ইয়াবা সহ আটক করেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন মামলা রুজু করে সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আর বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় রাজনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha