মিরপুরে স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় রহিত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামের রুবেল হোসেনের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, শনিবার (২৭ আগষ্ট) সকালে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি ধাক্কা দিলে রহিত আহত হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২৮আগষ্ট)বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রহিত মারা যায়।এ ঘটনায় ট্রলির চালক হাসিবুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুনঃ পাংশায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫